রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাৎ বিকেলে

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সাক্ষাৎ করবেন সার্চ কমিটির সদস্যরা। এর আগে বিকেল ৫ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে সার্চ কমিটির পক্ষ থেকে কাজের সংক্ষিপ্তসারসহ একটি প্রস্তাবনা তুলে ধরা হবে। পাশাপাশি সার্চ কমিটি কর্তৃক প্রস্তাবিত সংক্ষিপ্ত নামের তালিকা প্রকাশ করার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানানো হবে।

এর আগে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে ৬ সদস্যের একটি সার্চ কমিটি গঠন সংক্রান্ত গেজেট প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রথম বৈঠকে সার্চ কমিটি দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত গ্রহণ করে। ঐ বৈঠক থেকে রাজনৈতিক দলগুলোকে নাম প্রস্তাব করার আহ্বান জানানো হয়।

পরে আরও ৪ বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করেন সার্চ কমিটি। ২৬ রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত ১২৫টি নাম ও বিশিষ্ট নাগরিকদের পরামর্শক্রমে ২০ জনের নামের একটি সংক্ষিপ্ত তালিকা করেন সার্চ কমিটি। এই সংক্ষিপ্ত তালিকা থেকে আজ ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবেন তারা।

উল্লেখ্য, বর্তমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। অবশ্য কমিশনার একেএম শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি।