সাকিবের দ্বিতীয় শিকার রাহানে

ভারতের দ্বিতীয় ইনিংসে পেস দিয়ে কাঁপন ধরিয়ে দেন তাসকিন আহমেদ। ২৩ রানের মধ্যে ফিরিয়ে দেন দুই ওপেনারকে।

দলীয় ১২ রানে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন তাসকিন। তার পেস গোলায় মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন প্রথম ইনিংসে শতক করা ওপেনার মুরালি বিজয়, মাত্র সাত রানে।

এরপর ২৩ রানে একইভাবে মুশফিকের ক্যাচ বানিয়ে তাসকিন তুলে নেন আরেক ওপেনার লোকেশ রাহুলকে। তিনি করেন ১০ রান। এরপর চেতশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলি প্রতিরোধ গড়ে তোলেন।

ওয়ানডে স্টাইলে করা ৬৭ রানের এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। দলীয় ৯০ রানে তার বলে মাহমুদউল্লাহর তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন ৩৮ রান করা কোহলি। সাকিবের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন আজিঙ্কা রাহানে। রাহানে ২৮ রান করে সাকিবের বলে বোল্ড হন।

প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৩২ রান। চেতশ্বর পূজারা ৩৯ এবং রবিন্দ জাদেজা ৪ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৬৮৭ রানের জবাবে বাংলাদেশ ৩৮৮ রানে গুটিয়ে যায়।

দলের পক্ষে সর্বোচ্চ ১২৭ রান করেন অধিনায়ক মুশফিকুর। এছাড়া সাকিব আল হাসান ৮২ ও মেহেদী হাসান মিরাজ ৫১ রান করেন।

ভারতীয়দের মধ্যে ৩ উইকেট নিয়ে সেরা বোলার উমেশ যাদব। এছাড়া অশ্বিন ও জাদেজা দুটি করে উইকেট নেন।

বাংলাদেশ ফলোঅনে পড়লেও ২৯৯ রানের লিডকে যথেষ্ট মনে না করায় ভারত অধিনায়ক বিরাট কোহলি দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন।