শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন : উত্তর ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

বিডিসংবাদ প্রতিবেদকঃ  আজ ১৭ এপ্রিল ২০১৭, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান’র কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৩৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের এই দিনে  দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। সে উপলক্ষে আজ সকাল ১১ টায় কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ছাত্রলীগ এর আহ্বানে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উদ্যোগে  আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন : উত্তর ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশএই আনন্দ মিছিল আয়োজনের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানসাধারন সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ

এ সময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সকল থানা-কলেজের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশগ্রহন করে।

কাওরান বাজার হতে আনন্দ মিছিলটি শুরু হয়ে ফার্মগেটে এসে শেষ হয়। তখন সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন : উত্তর ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশউক্ত সমাবেশে বক্তৃতা দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানসাধারন সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশি- বিদেশি চক্রান্তে এক দল বিপদগামী সেনা কর্মকর্তাদের নির্মম বুলেটে সপরিবারে নির্মমভাবে নিহত হওয়ার কিছুদিন আগে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ যান। এসময় তারা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে তারা রেহাই পান।

১৯৮১ সালে আওয়ামী লীগ তাকে দলীয় সভাপতি নির্বাচন করলে ওই বছরের ১৭ মে তিনি ঢাকায় ফেরেন।

বিডিসংবাদ/এএইচএস