মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের উপদেষ্টা সনদ প্রদান

বিডিসংবাদ ডেস্ক

আজ ২ই এপ্রিল ২০১৭,রবিবার ‘শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের’ প্রধান উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব, আসাদুজ্জামান খান কামাল (এমপি) কে সংগঠনের চলমান কার্যক্রম সম্পর্কে অবগত করা হয় এবং এর কার্যক্রম সম্পর্কে অবহিত করার পর তাকে একটি উপদেষ্টা সনদ প্রদান করা হয়।

শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কোমলমতি শিশু-কিশোরদের উচ্চতর জীবনাদর্শ ও মূল্যবোধ বৃদ্ধির সাথে সাথে পিছিয়ে পড়া অসহায় নির্যাতিত, নিপীড়িত, অন্নহীন, বস্ত্রহীন, চিকিৎসা ও শিক্ষাহীন সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মৌালিক অধিকার আদায় সহ প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এ সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ফটোসেশনে অংশগ্রহন করেন শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র এর চেয়ারম্যান ডা.সৈয়দ মিজানুর রহমান ও নির্বাহী পরিচালক আব্দুল্লা আল নোমান।

শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র সবসময় শিশুদের উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে। এছাড়া সকল শিশু-কিশোরদের তথ্য ও প্রযুক্তির অপব্যবহার রোধ করে তাদেরকে এই বিষয়ে সঠিক শিক্ষা প্রদান করে দক্ষ, প্রগতিশীল ও দেশপ্রেমিক জনশক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে।