প্রথম সৌরবিদ্যুত সুবিধাসহ খাদ্যগুদাম উদ্বোধন

বগুড়ার সান্তাহারে দেশের প্রথম সৌরবিদ্যুত সুবিধাসহ বহুতল খাদ্যগুদাম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুর ১২টায় তিনি ২৫ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন আর্দ্রতা নিয়ন্ত্রক এই খাদ্য গুদামের উদ্বোধন করেন।

গুদামের প্রতিটি কক্ষে আছে অগ্নিনির্বাপক এবং স্বয়ংক্রিয় আর্দ্রতা নিয়ন্ত্রক ব‌্যবস্থা। শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রতিটি কক্ষে রয়েছে উপযোগী শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।এছাড়াও চালের বস্তা সরাতে আছে চারটি ফর্ক লিফট। আর বস্তায় চাল সংরক্ষণের জন্য আছে ২৬ হাজার ৪০টি প্লাস্টিক প্যালেট।

খাদ্যগুদাম উদ্বোধনের পর চত্বরে একটি আম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি গুদামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ভূমিমন্ত্রী শামসুর রহমান, সাংসদ জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আব্দুল মান্নান, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাইদ আল মাহমুদ স্বপন, শেখ ফজলে নূর তাপস, ইসরাফিল আলম প্রমুখ।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে বগুড়ার সান্তাহারে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে সাজ সাজ রব পড়েছে। জংশন শহর সান্তাহার ছাড়াও বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন উপজেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। তিনি সান্তাহার খাদ্যশস্য সাইলো চত্বর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার ১৫টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।