সোনাগাজীতে দুই শহীদ মুক্তিযোদ্ধার কবর উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিঃ

ফেনীর সোনাগাজীতে আদালতের আদেশ উপেক্ষা করে দুই শহীদ মুক্তিযোদ্ধার কবর উচ্ছেদ করে জমি জবর দখলের চেষ্টা চালিয়েছে জসিম উদ্দিন নামে এক আ.লীগ নেতা ও তার ভাড়াটে সন্ত্রাসীরা।

উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী বাজার সংলগ্ন সোনাপুর গ্রামে ১৪ নভেম্বর ভোরে এ ঘটনা ঘটে।

শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানায়, সোনাপুর গ্রামের বদিউজ্জামান ও নাদেরুজ্জামান ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে পাক-হানাদার বাহিনীর গুলিতে নিহত হন। তাদেরকে বাদামতলী বাজার সংলগ্ন সোনাপুর গ্রামের পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। উক্ত কবরাস্থানে খরিদ সূত্রে জমির মালিকানা দাবি করে গত ১৪ অক্টোবর ভোরে স্থানীয় আ.লীগ নেতা জসিম উদ্দীন ও তার ভাড়াটে সন্ত্রাসীরা দুটি কবর উচ্ছেদ করে কবরাস্থানটি জবরদখলের চেষ্টা চালায়।

এসময় শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য মিলন, স্বপন ও বিবি মরিয়ম বাধা দিলে তাদেরকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে।

এর আগে গত ২৯অক্টোবর শহীদ বদিউজ্জামান’র পুত্রবধূ বিবি মরিয়ম বাদি হয়ে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করেন । আদালত মামলাটি আমলে নিয়ে নালিশী ভূমির মালিকানা নির্ধারণ করা পর্যন্ত সকল নির্মাণ কার্যক্রম বন্ধ রাখা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সোনাগাজী মডেল থানার ওসিকে নির্দেশ দেন।


সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, আদালতের আদেশের বিষয়টি উভয় পক্ষকে অবহিত করা হয়েছে। শনিবার কাজ চলাকালে বাধা দেয়ার সময় উভয় পক্ষের মধ্যে সৃষ্ট ঘটনায় অভিযোগ দিয়েছেন মরিয়ম বেগম। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।