সুচরিতা

বাহারোজ দীপা

কাঁচের প্রাণহীন শহরে খুঁজে পাইনা হৃদয়ের প্রষ্ফুটিত গোলাপ
আছে পদে পদে সাজানো সুদৃশ্য মায়াতে ফাঁদের প্রলাপ।
চারপাশে লোভীদের ভয়াল হাত

আমরাই না- কি দামী ভ্রুণ ……?
অথচ সভ্যরুপী মানুষই সভ্যতা করে খুন ।
চারপাশে পাপের উল্কিতে আঁকা ঘর যেন
ভোঁতা বিবেক, নৃশংসতা, দুর্বোধ্য গুহা, অন্ধকারের নহর …….

তবুও , তারই মাঝে আমি অনামিকা
স্বপ্ন পিয়াসী সুচরিতা ।