টাঙ্গাইলে আ’লীগ কর্মী ও ব্যবসায়ী আব্দুল আওয়াল উপর ভয়াবহ সন্ত্রাসী হামলা

বিডিসংবাদ ডেস্কঃ গত ০৮ মে ২০১৭, সোমবার তারিখে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল গ্রামের নিজ বাড়িতে আওয়ামীলীগের সক্রিয়কর্মী ও নিরীহ কাপড় ব্যবসায়ী জনাব আব্দুল আওয়াল (৪৮) স্থানীয় সন্ত্রাসী হামলার শিকার হন।

সন্ধ্যা ৭ ঘটিকার দিকে স্থানীয় কিছু বিএনপি সমর্থক ও স্বাধীনতা বিরোধী স্থানীয় সন্ত্রাসীগণ পূর্ব পরিকল্পনার জের ধরে তার উপর সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীদের আঘাতে তার সমস্ত শরীরে মারাত্মক আঘাতের সৃষ্টি হয় এবং বাম পা রড ও কোপের আঘাতে রক্তাক্ত করে ও ভেঙ্গে ফেলে। হামলার সময় জনাব আব্দুল আওয়াল এর চিৎকারে তাকে বাঁচাতে তার স্ত্রী ছুঁটে আসলে তাকেও মাথায় কোপ দিয়ে রক্তাক্ত করে এবং তার ১২ বছর বয়সী ছেলেকে বুকে ও মাথায় উপর্যুপরি আঘাত করে সন্ত্রাসীরা। এ ব্যাপারে স্থানীয় সন্ত্রাসী শফিকুল ইসলাম ভোলা (২০), রনি (২০), রজব আলী (২৫), সবুজ (২১), হাফিজুর (২২), আমিনুর (১৯), ফকির চান (৪৫), দেলশাদ-কে (৩৮) অভিযুক্ত করে টাঙ্গাইলের ভূঞাপুর থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) করা করা হয়। কিন্তু এখন পর্যন্ত স্থানীয় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

বর্তমানে সন্ত্রাসী হামলার শিকার জনাব আব্দুল আওয়াল বর্তমানে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

সন্ত্রাসীগণ স্থানীয় বিএনপি এর গ্রাম্য নেতা দেলশাদ (৪৫) এর প্রত্যক্ষ মদদে ও শামছুল আলম (৩৭) এর নির্দেশে আব্দুল আওয়াল (৪৮) এর উপর আক্রমন করে । এতে হকিস্টিক ও ছুরির আঘাতে তার সমস্ত শরীরে ক্ষতের সৃষ্টি হয়, মাথায় রামধার কোপে মারাত্নক রক্তাক্ত হয়ে ক্ষতের সৃষ্টি হয় যার ফলে জ্ঞান হারিয়ে ফেলে আব্দুল আওয়াল এবং তার বাম পায়ে প্রচন্ড আঘাতের ফলে তা ভেঙ্গে যায় এবং প্রচুর রক্ত ক্ষরণ হয়।

সন্ত্রাসীরা যাওয়ার সময় জনাব আওয়ালের সাথে থাকা নগদ ২ লাখ টাকা ও তার স্ত্রীর সাথে থাকা দেড় ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে যায় । তাকে প্রথমে দ্রুত সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে রোগীর অবস্থা খুবই খারাপ দেখে চিকিৎসকগণ বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর রোগীকে ৬ ব্যাগ রক্ত দানের পরও এখন পর্যন্ত তার জ্ঞান ফিরেনি ও পুরোপুরি শঙ্কা মুক্ত নয়।

জনাব আব্দুল আওয়াল স্থানীয় আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সক্রিয় সদস্য বলে জানা যায়।

ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামীদের গ্রেফতার করার জন্য সর্বাত্মক চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত অপরাধী কাউকে আটক করতে পারে নাই। সন্ত্রাসীরা এখন গাঁ ঢাকা দিয়ে বেড়ালেও আব্দুল আওয়াল ও তার নিকটতম আত্মীয়-স্বজনদের ক্রমাগত প্রাণনাশের হুঁমকি দিয়ে যাচ্ছে।

এই ব্যাপারে যথাযথ আইনি সহায়তা প্রদানের জন্য স্থানীয় পুলিশ প্রশাসনসহ সকলের নিকট সাহায্যের আবেদন করেন আব্দুল আওয়াল এর বড় ভাই ও তার আহত স্ত্রী মিসেস শিখা।

হাসপাতাল সূত্রে জানা গেছে আব্দুল আওয়ালের অবস্থা বর্তমানে কিছুটা উন্নতি হলেও পুরোপুরি শঙ্কামুক্ত নয় ।

বিডিসংবাদ/এএইচএস