টানা বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত

টানা বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হল নিউজিল্যান্ড বাংলাদেশের চলতি টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা। দ্বিতীয় দিনের শেষ ভাগে বৃষ্টির কারণে খেলা বন্ধ রাখা হয়। তার আগ পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৭ উইকেট হারিয়ে ২৬০ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে এখনো ২৯ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড।

শনিবার রাত থেকেই ঝির ঝির বৃষ্টি অবিরাম ধারায় বয়েই চলেছে ক্রাইস্টচার্চে। থামার কোনো লক্ষণই নেই। স্থানীয় সময় দুপুর পৌনে ১২টার (বাংলাদেশ সময় ভোর পৌনে ৫টা) দিকে বৃষ্টির তেজ অনেকটাই কমেছে। তবে এখনও হালকাভাবে ঝরে যাচ্ছে বৃষ্টি।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে তৃতীয় দিনের প্রথম সেশন। টানা বৃষ্টিতে দিনের খেলাই শুরু হতে পারেনি। স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় ভোর ৬টা) নেয়া হয় লাঞ্চ বিরতি। কিন্তু তারপরও টানা বৃষ্টি হওয়ায় শেষ পর্যন্ত এই দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ রেয়ারি জে শ্রী নাথ।

বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা ১৯ ওভার আগে শেষ হয়েছিল। ঘাটতি পুষিয়ে নিতে তৃতীয় দিনের খেলা স্থানীয় সময় বেলা ১১টার পরিবর্তে সকাল ১০টা ৩৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৩টা ৩৭ মিনিট) শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত এই দিনের খেলাই পরিত্যক্ত হয়ে গেল।

দিকে সাকিব আল হাসানের জাদুকরী বোলিংয়ে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। ২৯ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে তারা। ২৬০ রান তুলতেই প্রথম সারির সাত ব্যাটসম্যানকে হারিয়েছে নিউজিল্যান্ড। দুই অপরাজিত ব্যাটসম্যান হেনরি নিকোলস ও টিম সাউদি তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবেন।