ভারতে ট্রেন দুর্ঘটনা॥ নিহত ২৩, আহত ১শ’

ভারতের দক্ষিণাঞ্চলে শনিবার রাতে একটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২৩ জন নিহত ও প্রায় ১শ’ জন আহত হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, গতকাল স্থানীয় সময় রাত ১১টায় হীরাখ এক্সপ্রেস নামের ট্রেনটি অন্ধ্র প্রদেশ রাজ্যের ভিজিয়ানাগ্রাম জেলার কুনেরু স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এটি ছত্তিশগড় রাজ্যের জগদলপুর থেকে ভুবনেশ্বর যাচ্ছিল। জগদলপুর থেকে ভুবনেশ্বরগামী রেললাইনে রেল চলাচল আপাতত বন্ধ রয়েছে।
পূর্ব রেলওয়ের মুখপাত্র জে পি মিশ্র বলেন, নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩। এছাড়া আহত হয়েছে অনেক মানুষ।
তিনি বলেন, আহতদের কাছের দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রেলওয়ের চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন।
জে পি মিশ্র বলেন, ট্রেনের ২২ টি বগির মধ্যে ১৩ টি বগি অক্ষত আছে। নয়টি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ইঞ্জিন ছাড়া মালবাহী একটি ভ্যান, দুটি জেনারেল কোচ, দুটি স্লিপার কোচ, একটি এসি থ্রি টায়ার কোচ ও একটি এসি টু টায়ার কোচ লাইনচ্যুত হয়।
তিনি আরো বলেন, রেলওয়ে ও স্থানীয় সরকারী কর্মকর্তারা উদ্ধারকাজ চালাচ্ছেন এবং সাহায্যকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও কতজন এতে হতাহত হয়েছে তা জানাতে পারেননি।
ভারতে এখনও দূরবর্তী ভ্রমণের প্রধান মাধ্যম হল ট্রেন। তবে দেশটিতে তুলনামূলকভাবে নিয়মিতই ট্রেন দুর্ঘটনা ঘটে।
গত শুক্রবার রাজস্থান রাজ্যের পশ্চিমাঞ্চলে অপর একটি ট্রেন লাইনচ্যুত হয়। এতে অনেক যাত্রী আহত হয়।
এর আগে গত নভেম্বরে ভারতের উত্তর প্রদেশের কানপুরে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়। এতে ১৪৬ জন নিহত হয়।