ওবামাকেয়ারের বিরুদ্ধে ডিক্রি জারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ওভাল অফিসে স্বাস্থ্য সেবা আইন ওবামাকেয়ারের ‘আর্থিক চাপ’ কমানোর লক্ষে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তিনি ইতোপূর্বে এ আইন সংশোধনের অঙ্গীকার করেন।

এ সময় ট্রাম্পের চিফ অব স্টাফ রেইন্স প্রিবাস ২০১০ সালের অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট’র (এসিএ) অর্থনৈতিক চাপ হ্রাসের লক্ষে এ আদেশে স্বাক্ষর করা হয়েছে বলে জানান।

ওবামাকেয়ার নামে পরিচিত এ স্বাস্থ্যসেবা আইন বাতিল করা রিপাবলিকানদের প্রধান অগ্রাধিকার। শুক্রবার ট্রাম্প শপথ নেয়ার পর কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ এখন রিপাবলিকানদের হাতে চলে গেছে।

রিপাবলিকানদের মতে, ইউরোপের অনুকরণে চালু করা ওবামাকেয়ার একটি ব্যয়বহুল প্রকল্প। আমেরিকায় সরকারি ইনস্যুরেন্স কিংবা চাকরিদাতাদের স্বাস্থ্য সেবার আওতায় না থাকা লাখ লাখ নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ওবামাকেয়ার চালু করেছিল ওবামা প্রশাসন।

এ আইনের আওতায় দুই কোটিরও বেশি মানুষ স্বাস্থ্য সেবা পেতে তাদের নাম নিবন্ধন করেছিলেন। ফলে গত বছর স্বাস্থ্য সেবার বাইরে থাকা মানুষের সংখ্যা হ্রাস পেয়ে হয়েছে ৮ দশমিক ৯ শতাংশ। ২০১০ সালে এ সংখ্যা ছিল ১৬ শতাংশ।

তবে যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প এ স্বাস্থ্য সেবা আইনের তীব্র সমালোচনা করে তা বাতিল করার কথা বলেছিলেন। নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্প গুরুত্বপূর্ণ কয়েকটি উপাদান রেখে আইন সংশোধনের কথা বলেন।