মাঝরাতে মোদী- ট্রাম্প উষ্ণ আলোচনা

মাঝরাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মোদী হলেন পঞ্চম রাষ্ট্রপ্রধান যার সঙ্গে ট্রাম্প কূটনৈতিক আলোচনা শুরু করেছেন। মঙ্গলবার মাঝরাতে অনুষ্ঠিত এই ফোনালাপ নিয়ে  মোদী

টুইটারে লিখেছেন, ট্রাম্পের সঙ্গে উষ্ণ আলোচনা হয়েছে। আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার ব্যাপারে আমি ও ডনাল্ড ট্রাম্প একমত হয়েছি। পরে তিনি জানিয়েছেন, ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণও জানানো হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরে গত চার দিনে তার দুই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ফোনে কথা বলেছেন ইসরাইল ও মিশরের রাষ্ট্রপ্রধানের সঙ্গে।

কূটনৈতিক সূত্রের খবর, মোদীকে ফোনে ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ট্রাম্প। দ্বিপাক্ষিক বিষয়গুলোর পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়েও আলাপ আলোচনা করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। রিপাবলিকান জমানায় ভারত সম্পর্কে মার্কিন অবস্থান কী হবে, সে ব্যাপারে আশাবাদী হলেও সাবধানী থাকতে চাইছে মোদী সরকার। ট্রাম্প জেতার পরেই ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন মোদী।

প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, আমেরিকার সঙ্গে এত বছর ধরে তৈরি হওয়া কৌশলগত মৈত্রীর ভিতের উপরেই আগামী দিনে এগোনো হবে। ভারত সম্পর্কে নির্বাচনী প্রচারে ট্রাম্প ইতিবাচক কথাই বলেছিলেন। নিউ জার্সির ভারতীয় বংশোদ্ভূতদের একটি সভায় তৎকালীন ভাবী প্রেসিডেন্ট বলেছিলেন, আমার শাসনে ভারতের সঙ্গে বন্ধুত্ব আরও বাড়বে। বাড়বেই বা বলছি কেন, বন্ধুত্ব সবচেয়ে ভাল হবে। মোদীর প্রশংসা করে ট্রাম্প ভারত সরকারের আর্থিক এবং আমলাতান্ত্রিক সংস্কারের গুনগানও করেছিলেন তার প্রচারে।