শুক্রবার ট্রাম্পের সঙ্গে দেখা করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

শুক্রবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ওয়াশিংটন ডিসিতে এসে নতুন দায়িত্ব গ্রহণ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রথম বিদেশি নেতা হিসেবে থেরেসা মে’র সঙ্গে সাক্ষাত করছেন। বিবিসি জানায়, ব্রেক্সিটকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়াই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর প্রথম লক্ষ্য। ব্রেক্সিটের আগে একটি ‘ফ্রি ট্রেড’ চুক্তি করার বিষয়েই যুক্তরাজ্য বেশি আগ্রহী।

ট্রাম্পের প্রেসিডেন্ট পদ গ্রহণের বিরোধিতা করে বিশ্ব জুরে যেই ‘উইমেনস মার্চ’ চলছে তার মধ্যেই এই ঘোষণা এলো। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শেন স্পাইসার থেরেসা মে’র সফরের বিস্তারিত বর্ণনা প্রদান করেছেন। হোয়াইট হাউজে শনিবার এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বলা হয়।

এর আগে সিআইএ’র প্রধান কার্যালয়ে সফরে এসে ডোনাল্ড ট্রাম্প জানান, শিগগিরি থেরেসা মে যুক্তরাষ্ট্র সফরে আসছেন। বিবিসি।