ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল মেক্সিকো

সীমান্তে দেয়াল ও অভিবাসন নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে মেক্সিকোর হাজারো মানুষ।

ইংরেজি ও স্প্যানিশ ভাষায় লেখা নানা প্ল্যাকার্ড নিয়ে দেশটির ১২টির বেশি শহরে বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভকারীদের অনেকেই সাদা পোশাক পড়ে, মেক্সিকোর পতাকা নিয়ে এবং ট্রাম্পবিরোধী প্ল্যাকার্ড লিখে বিক্ষোভে সামিল হয়েছেন। আবার অনেকে মেক্সিকোর প্রেসিডেন্টের বিরুদ্ধেও সরব হয়েছেন। খবর বিবিসির।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মেক্সিকোর জনগণ ঐক্যবদ্ধ। সম্মিলিতভাবে তার এই অপচেষ্টা রুখে দিতেই সবাই প্রতিবাদে সামিল হয়েছেন।

এদিকে, মুসলিমপ্রধান সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করায় যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল কোর্টের কড়া সমালোচনা করেছেন হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা স্টিফেন মিলার।

তিনি বলেছেন, ‘কোর্টের সেই রায়টি ছিল ‘বিচারিক ক্ষমতার অপব্যবহার।’