স্মৃতির জানালায়

তৌকির আহাম্মেদ

গভীর হয়েছে রাত নিস্তব্ধ সব‌কিছু
ঘুমহীন দু‌টি চোখ,তারা ক‌রে বেড়াই
ফে‌লে অাসা অতী‌তের স্মৃ‌তি।

যা ছি‌লো সবই তাকে ঘি‌রে।
ভু‌লে থাক‌তে চাই-হা‌সির ছ‌লে।
পা‌রিনা!
সীমাহীন মন মানেনা-বুঝাতে চাই যতো
মনে পরে অবিরত।
কোথায় যে হাড়িয়ে যাই কিসের টানে
কেউ জানেনা শুধু মনই জানে।

মাঝে-মাঝে মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়
কে যেনো হাটছানি দিয়ে পিছু ডাকে!
নিদ্রাবিহীন চোখ,পিছু ফিরে দেখি
কোথাও কেউ নেই-পরে আছি আমি একা
কষ্ট টুকু আকড়ে ধরে।
যেটুকু উপহাড় হিসেবে দিয়ে গেছে সে।

স্বপ্ন দেখেনা আর-ঘুমহীন দু’টি চোখ
ভাঙা হৃদয় মুখ থুবরে পরে থাকে
কষ্টের জাতনায়,
ঘুমহীন চোখ অপেক্ষারত
স্মৃতির জানালায়।