“তোমাকে খুঁজি”

কবি-হাসিনা মরিয়মঃ 


জানি আমি তোমাকে আর খুঁজে পাব না...
তবুও তোমাকে আমি খুঁজে ফিরি
দেবদারু বনের শেষ বিকেলে..
ঝোপের ভিতর থেকে যখন ডেকে উঠে কূহক
পিছন ফিরে ব্যাকুল ভাবে অপেক্ষা করি আমি
তোমার শরীরের ঘ্রানের..
হিমালয় থেকে ফেনিল সাগরের মাঝে যেন
তোমাকেই খুঁজে ফিরে আমার দুচোখ,
পথের 'পরে বৃষ্টির রিমঝিম শব্দে
হেঁটে হেটে ক্লান্তিহীন আমি- যেন
তোমাকেই অনুভব করি পাশে,
শরীরে লেপ্টে থাকা ভিজে শাড়ীর আচঁল 
উড়ে যেতে চায়....
আঁকাশটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে
যেন বৃষ্টির মাঝে তোমারই মুখ
আমাকে হাতছানি দিয়ে ডাকছে..।