৭টি মুসলিম দেশের নাগরিকদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

জাতীয় নিরাপত্তার কথা চিন্তা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে অভিবাসন এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পরিকল্পনা করেছেন। এর মধ্যে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার সাতটি মুসলিম দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা বন্ধ করে দেয়ার নীতিও হতে পারে বলে আশা করা হচ্ছে।

টুইটারে ট্রাম্প বুধবারের কথা উল্লেখ করে লিখেছিলেন, ‘জাতীয় নিরাপত্তার কথা চিন্তা করে আগামীকাল বড় একটা দিন। অন্যান্য বিষয়ের মধ্যে আমরা দেয়ালও নির্মাণ করবো!’

তিনি শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে নির্যাতনের শিকার ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল হতে পারে।

এছাড়া তিনি সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা না দেয়া সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে পারেন বলে আশা করা হচ্ছে।

শরণার্থীদের ইস্যু নিয়ে কাজ করা একটি পাবলিক পলিসি অর্গানাইজেশনের মতে, বর্তমানে প্রস্তাবিত নীতিতে সব শরণার্থীদের জন্য অন্তত চার মাস যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়টি স্থগিত করা হবে। পাশাপাশি মুসলিম দেশগুলি থেকে আসা অভিবাসীদের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

এছাড়া সীমান্তে নিরাপত্তার খাতিরে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বরাবর দেয়াল নির্মাণ করা সংক্রান্ত নির্বাহী আদেশেও তিনি স্বাক্ষর করবেন।

উল্লেখ্য, নির্বাচনি প্রচারণার শুরু থেকেই ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ছাড়াও মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করবেন বলে অঙ্গীকার করেছিলেন। বর্তমানে প্রেসিডেন্ট হওয়ার পর তিনি সেসব অঙ্গীকার পূরণের দিকে ধাপে ধাপে এগিয়ে চলছেন। ইতিমধ্যেই তিনি টিপিপি বাণিজ্য চুক্তি বাতিল করে দিয়েছেন। এটিও তার আরেকটি নির্বাচনি ওয়াদা ছিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া