হামলাকারীকে ক্ষমা করলেন ওয়াসিম আকরাম

নিজের উপর গুলি চালানো সেই হামলাকারীকে ক্ষমা করে দিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। গতকাল মঙ্গলবার আসামি ও বিবাদীর মধ্যে বিষয়টি মিটমাট হওয়ায় বিচারক মামলাটির সমাপ্তি ঘোষণা করেন। বুধবার ডন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালের আগস্টে ভুলক্রমে ওয়াসিম আকরামের গাড়ি লক্ষ্য করে গুলি চালান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল আমির-উর-রেহমান। ঘটনার পর রেহমান, তার গাড়িচালক সালাউদ্দিনের বিরুদ্ধে জীবন ঝুঁকিতে ফেলার একটি নালিশ করেন। সেটা হত্যাচেষ্টার কোনাে অভিযোগ ছিল না। কিন্তু পরে বিবাদী হিসেবে আর আদালতে যাননি আকরাম। সম্প্রতি তার বিরুদ্ধে জামিনযোগ্য সমন জারি করেন আদালত।

তবে গতকাল আইনজীবীসহ আদালতে উপস্থিত হয়ে বিচারককে আকরাম বলেন, তিনি অভিযোগ দায়ের করতে আগ্রহী ছিলেন না এবং ইতিমধ্যে তার বিবৃতিতে পুলিশ একই কথা বলেছিলেন।

সাবেক এ ফাস্ট বোলার আরও জানান, কোর্টের বাইরে ব্যাপারটি মিটমাট করেছেন এবং সন্দেহভাজনকে ক্ষমা করে দিয়েছেন। এরপর আপস আবেদনের অনুমতিপত্র পেয়ে মামলাটি সমাপ্ত ঘােষণা করেন বিচারক।