প্রথম ওয়ানডে হারলো বাংলাদেশের মেয়েরা

দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের কাছে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৬ রানে হেরে গেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার করা ৩ উইকেটে ২৫১ রানের জবাবে ৬ উইকেটে ১৬৫ রান করতে সমর্থ হয় বাংলাদেশের মেয়েরা।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ব্যাটিং-এ নেমে উইকেটরক্ষক লিজলি লির ৮৭, আন্দ্রে স্টেইনের ৬৮ ও মিগনন ডু প্রেজের অপরাজিত ৬২ রানে ৩ উইকেটে ২৫১ রানের লড়াকু স্কোর পায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন ২টি ও নাহিদা আক্তার ১টি উইকেট নেন।

এরপর ২৫২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে স্বীকৃত ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৬ উইকেটে ১৬৫ রান পর্যন্ত যেতে সমর্থ হয় বাংলাদেশ। উইকেটরক্ষক নিগার সুলতানা অপরাজিত ৫৯, অধিনায়ক রুমানা আহমেদ ৩৭, জাহানারা আলম অপরাজিত ১৫ ও ফারজানা হক ১২ রান করেন। দক্ষিণ আফ্রিকার সুনী লুস ৩টি ও নিকার্ক ২টি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার লি।

একই ভেন্যুতে আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।