সামাজিক ব্যবসার উপর লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন ড. ইউনূস

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস সোমবার রাজধানীর ইউনূস সেন্টারে “সামাজিক ব্যবসার অন্বেষণ” শীর্ষক একটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করলেন। সামাজিক ব্যবসার উপর লিখিত বইটির লেখক ইউনূস সেন্টারের মহাব্যবস্থাপক এম.এফ.এম. আমির খসরু।

বইটির প্রকাশক “অনন্যা প্রকাশনী”র স্বত্ত্বাধিকারী মনিরুল হক। এ বছরের শেষের দিকে বইটির ইংরেজি অনুবাদ বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

জনাব খসরু দীর্ঘদিন যাবত প্রফেসর ইউনূসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন। তিনি গত কয়েক বছরে বেশ কিছু সামাজিক ব্যবসা তৈরিতে সক্রিয়ভাবে সহযোগিতাও করেছেন। তাঁর এই বইটিতে সামাজিক ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা রয়েছে যা থেকে এই বিষয়ে জানতে ইচ্ছুক যে কেউ বিশেষভাবে উপকৃত হবেন। সামাজিক ব্যবসা বিষয়ে গবেষক, শিক্ষাবিদ ও শিক্ষকদের জন্যেও বইটি একটি ভাল সহায়ক বই হিসেবে কাজ করবে।

উল্লেখ্য যে, জনাব খসরু ইতোপূর্বে “সামাজিক ব্যবসার শক্তি” নামে আরেকটি বই লিখেছেন। সামাজিক ব্যবসার উপর লেখা উক্ত বইটি ও তার ইংরেজি অনুবাদ The Power of Social Business’টিই বাজারে পাওয়া যাচ্ছে।