ভয়ংকর চিকুনগুনিয়া

কবি- মোহাম্মদ আশরাফ উদ্দিন মুকুল

চিকুনগুনিয়া চিকুনগুনিয়া,
নগরবাসী আতংকিত ভয়ংকর এই নাম শুনিয়া।
নগরপিতা ভেবে ভেবে দিন করে পার, 
অসহায় জনগণের জীবন ছারখার।
মশার কামড় থেকে নেই কোনো নিস্তার,
দিনে দিনে চলছে বেড়ে রোগের বংশ বিস্তার।
এমন রোগ একবার হয়েছে যার,
সেজন বুঝে কত ব্যাথা তার
হাড়-গোড়, মাংশ, মাথা আর ব্যথা লোমকূপ,
হৃৎপিন্ড মৃত্যুভয়ে করে ধুব ধুব।
সারা দেশে আতংকে সবাই উৎসুক,
নগরপিতা তবু কেন এত নিশ্চুপ...?

বিডিসংবাদ/এএইচএস