দেশে যাতে আর রাজাকার, স্বৈরাচারী, সামরিক সরকার না আসেঃ ইনু

বিডিসংবাদ ডেস্কঃ  দেশে যাতে আর রাজাকার, স্বৈরাচারী, সামরিক সরকার না আসে, সেই মহাসংগ্রামে ডা: মিলন আমাদের প্রেরণার উৎস।

মিলনের রক্তে পাওয়া গণতন্ত্রকে জঙ্গিবাদের কবল থেকে মুক্ত রাখার সংগ্রামে ২৭ বছর পরও তিনি প্রাসঙ্গিক। শহীদ ডা. মিলন স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডা. মিলনের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর টিএসসি চত্বরে শহীদ ডা. মিলন সংসদ আয়োজিত সভায় তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু  এ কথা বলেন।

মন্ত্রী জানান, ডা. মিলনের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশকে জঙ্গি-সন্ত্রাসমুক্ত রেখে গণতন্ত্র ও শান্তির পথে এগিয়ে নিতে মহাজোট গঠন করা হয়। মিলনের রক্তকে সম্মান জানাতে ও গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিতে তাই মহাজোটের ঐক্য ধরে রাখতে হবে। আর সেজন্যই ডা. মিলন ২৭ বছর পরও আজ প্রাসঙ্গিক।