গাজায় আবারো ইসরাইলি হামলা, নিহত ১

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজা উপত্যকায় আবারো বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার সকালে চালানো এই হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে স্থানীয় ফিলিস্তিনি সূত্র জানিয়েছে।

সূত্রটি জানায়, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের ওপর পরিচালিত ওই হামলায় একজন নিহত হয়েছে।

ইসরাইলি জঙ্গিবিমানগুলো নগরীর পূর্ব দিকে আল-জানা এলাকাও টার্গেট করে বলে ধারণা করা হচ্ছে।

গাজায় এবারের ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচ বছরের একটি বালিকা ও ২৩ বছর বয়স্কা এক নারী রয়েছে।

সমঝোতার কোনো আলোচনা নয় : ইসলামিক জিহাদ
এদিকে গাজার ইসলামিক জিহাদ আন্দোলনের এক মুখপাত্র জানিয়েছেন, তারা এই মুহূর্তে শান্ত থাকা বা মধ্যস্ততার কোনো আলোচনা যাচ্ছে না।
পরিচয় প্রকাশ না করা এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে স্থানীয় ফিলিস্তিনি সংবাদ সংস্থা জানায়, ‘পরিস্থিতি উত্তপ্ত হওয়ার দিকে’ যাচ্ছে।

ইসরাইল শুক্রবার গাজা উপত্যকায় নতুন করে হামলা চালায়। এ সময় তারা ইসলামিক জিহাদের এক সিনিয়র কমান্ডারকে হত্যা করে।

সূত্র : আলজাজিরা
বিডিসংবাদ/এএইচএস