স্বাধীনতা দিবসে বিএনপির র‌্যালিতে নেতা-কর্মীদের ঢল

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন এলাকায় বর্ণাঢ্য র‌্যালি করছে বিএনপি। পূর্ব ঘোষিত এ কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকার আশপাশের নানা জায়গা থেকে এসেছেন বিএনপি নেতা-কর্মীরা। এতে পুরো এলাকায় নেতা-কর্মীদের ঢল নেমেছে।

রোববার বিকেল ৩টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে  র‌্যালিটি শুরু হয়। এরই মধ্যে তা নয়াপপল্টন ছাড়িয়ে , নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল, কাকরাইল, শান্তিনগর এলাকায় গিয়ে ঠেকেছে।

সরেজমিনে দেখা যায়, হাজার হাজার নেতা-কর্মী বর্ণিল সাজে র‌্যালিতে অংশ নিয়েছেন। কারও হাতে ব্যানার, কেউ লিফলেট-প্যানোরোমা, অনেকেই তুলে ধরছেন জিয়া-খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত পোস্টার-লিফলেট।

স্বাধীনতা দিবসে বিএনপির র‌্যালিতে নেতা-কর্মীদের ঢলএ সময় বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে তাদের। অনেকে বর্ণিল সাজে সাজিয়ে হাতি, ঘোড়া ও গাড়ি নিয়েও অংশ নিয়েছেন র‌্যালিতে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে র‌্যালিতে দলটির শীর্ষ নেতারা ছাড়াও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন।

দীর্ঘদিন ঘরে ‘বন্দি’ থাকা দলটির  নেতা-কর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে রূপ নিয়েছে র‌্যালি। বিভিন্ন সময় আন্দোলনের ডাক দিয়েও রাস্তায় কর্মসূচি সেভাবে পালন করতে পারেনি বিএনপি। স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণার সময় ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছিলেন, এবার সর্বোচ্চ সংখ্যক নেতা-কর্মীর অংশ নেবেন র‌্যালিতে।

এদিকে বিএনপির কর্মসূচিতেকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। নয়াপল্টন ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্যকে টহল দিতে দেখা গেছে।