ট্টগ্রামের ফৌজদার হাটে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যূ

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের সীতাকুন্ডের ফৌজদার হাট উপকুলের মৎস্য প্রজেক্টের খাদের পানিতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সাফায়াত জামিল (১৭) নগরীর হালিশহর ক্যান্টরমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আজ রবিবার দুপুর ২টার দিকে বন্ধুদের সাথে মৎস্য প্রজেক্টের পানিতে সাঁতার সময় সাফায়াত নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুইঘন্টা তল্লাশী চালিয়ে তার লাশ উদ্ধার করে বিকাল ৪টার দিকে।

নিহত সাফায়াত জামিল নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার জনৈক ইব্রাহিম কাউসারের একমাত্র সন্তান বলে জানাগেছে।

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের সিনিয়র অফিসার আব্দুল্লাহ হারুন পাশা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে হালিশহর ক্যান্টরমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের দশজন ছাত্র দুপুরে ফৌজদারহাট উপকূলীয় এলাকায় (বঙ্গোপসাগর সংলগ্ন) মৎস্য প্রজেক্টের পুকুরে সাতাঁর কাটতে নামে। এসময় অন্যরা উঠে আসলেও সাফায়াত নামে এক ছাত্র পানিতে ডুবে নিখেঁজ হয়।

পরে কুমিরা স্টেশন থেকে ফায়ার সার্ভিস এবং আগ্রবাদ ষ্টেশন থেকে ডুবুরী দল এসে তল্লাশী করে ছেলেটির লাশ উদ্ধার করা হয়েছে।