ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটের জন্য হাহাকার, পায়ের তলে পড়ে আহত ২০

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচের টিকিট কাটতে গিয়ে তুমুল বিশৃঙ্খলা তৈরি হলো হায়দারাবাদ জিমখানা গ্রাউন্ডে। ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন অন্তত ২০ জন। তবে সরকারি মতে, আহতের সংখ্যা অন্তত ৪ জন। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি খেলা হবে রাজীব গান্ধী ইন্টার ন্যাশনাল স্টেডিয়ামে। সেই ম্যাচের টিকিট কাটতে গিয়েই বিপত্তি।

জানা গেছে, বৃহস্পতিবার অফলাইন টিকিট কাটার কাউন্টার খোলা হয় জিম খানা গ্রাউন্ডে। বিপুল সংখ্যক ক্রিকেটভক্তরা ভিড় জমাতে থাকেন। উত্তেজিত জনতাকে সামলাতে অপারগ হয়ে পড়ে পুলিশ। টিকিট হাতে পাওয়ার আগেই ক্রিকেটভক্তদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। ভিড়ের মধ্যে টিকিট কাটতে গিয়ে পদপিষ্ট হন অনেকেই। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় স্থানীয় পুলিশ। বেশ কিছু সময়ের পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিড়ের মধ্যে পুলিশের লাঠিচার্জের ভিডিও ভাইরাল হয়েছে। তবে আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

বিডিসংবাদ/এএইচএস