‘মৌমাছি পোশাক’ পরে আরেক বিশ্বরেকর্ড!

বিডিসংবাদ ডেস্কঃ  মানুষের মনে যে কত বিচিত্র শখ জন্ম নেয় তার কোনো হিসেব নেই। এই যেমন এবার কানাডার এক মৌমাছি পালক গায়ে পরেছিলেন ‘মৌমাছির পোশাক’। সারা শরীরে জীবন্ত মৌমাছি জড়িয়ে তিনি তৈরি করেছিলেন বিশেষ এই পোশাক। পুরো এক ঘণ্টা ধরে মৌমাছিগুলো তার শরীরে আটকে ছিল।

তবে শুধু রেকর্ড গড়ার জন্যই এই কাজ করেননি জুয়ান কার্লোস নোগুয়েজ অরটিজ নামের ঐ যুবক। মূলত হরর ফিল্ম ‘ব্লাড হানি’র মুক্তি উপলক্ষে প্রচারণা চালানোর জন্য টরোন্টোতে এই আয়োজন করা হয়েছিল। ডিকার বি হানি ফার্মের একজন কর্মী অর্টিজ। মৌ চাষি পিটার ডিকে বলেন, অর্টিজের মুখে মৌমাছির দাড়ি তৈরির জন্য এক লাখ মৌমাছি আনা হয়েছিল।

এর আগে মাত্র দুই বার এই ধরনের কাজের চেষ্টা করেছেন অর্টিজ। নিজের এই দুঃসাহসিক কাণ্ড সম্পর্কে তার বক্তব্য, রেকর্ড গড়া এবং ব্লাড হানির প্রচারণার পাশাপাশি এর মাধ্যমে সাধারণ মানুষকে আমরা এই বার্তা দিতে চেয়েছি যে, মানুষ মৌমাছিকে যতটা ভয় পায় তারা আসতে ততোটা নয়।-ইউপিআই