রাতে মাঠে নামছে বাংলাদেশের তিন দল

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফুটবলের ডামাডোল শেষে ক্রিকেট ফিরেছে নিজের আমেজে। বাংলাদেশেরই তিনটি দল মাঠে নামছে একসাথে। দুটি দল খেলবে আরব আমিরাতে, অপরটি ভারতের মাটিতে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাতে। ফলে বলাই চলে, বাংলাদেশী সমর্থকদের জন্য রোমাঞ্চকর একটা রাতই অপেক্ষা করছে। যার মাঝে একটা ফাইনালও আছে!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মুখোমুখি হবে আরব আমিরাতের। দুবাইয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে হঠাৎ নির্ধারিত হওয়া এই সিরিজে দলের সাথে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার বিপরীতে দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। হঠাৎ অভিজ্ঞতার খোলস বদলে ফেলা তারুণ্য নির্ভর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এই ম্যাচ দিয়েই।

আরব আমিরাতের আরেক প্রান্তে বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে নামবে ফাইনাল ম্যাচ খেলতে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড নারী দল। এর আগেও গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই দলের। যেখানে বাংলাদেশ জিতে যায় ১৪ রানে। রাত নয়টায় আবুধাবিতে ম্যাচটি শুরু হবে। জিতলে অপরাজিত থেকেই মূলপর্বে পা রাখবে নিগার সুলতানারা।

পুরুষ ও নারী দলকে আরব আমিরাতে রেখে সেখান থেকে ভারতে ফেরা যাক। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ লিজেন্ড মুখোমুখি হবে ভারত লিজেন্ডের। টানা তিন ম্যাচ হেরে টেবিলের তলানিতে থাকা বাংলাদেশ দল এখনো সিরিজে প্রথম জয়ের খোঁজে। অস্ট্রেলিয়া লিজেন্ডের বিপক্ষে জয়টা হাতের নাগালে আসলেও শেষ মুহূর্তে যায় হাত ফসকে৷ দেরাদূনে রাত ৮টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের বুড়োরা।

ফলে বলাই যায়, আজ বাংলাদেশী সমর্থকদের জন্য অপেক্ষা করছে টানটান উত্তেজনা। সহসাই কি পাওয়া যায় এমন দিনের দেখা? আর যদি জিতে যাই, তবে…

বিডিসংবাদ/এএইচএস