শৈলকুপায় পৃথক দুর্ঘটনায় শিশু সহ নিহত ২

ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপায় পৃথক ঘটনায় বিষপানে তরুনী ও সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দা গোবিন্দপুর ও পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে পৃথক এ ঘটনায় তাদের মৃত্যু হয়।

জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের মাসুদ উদ্দিনের একমাত্র কন্যা সিমলা খাতুন (১৭) শনিবার সকালে বিষপান করে। পরিবারের লোকজন টের পেয়ে ঐ তরুনীকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। সিমলা খাতুন মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ছিলো বলে জানা গেছে।

অপরদিকে শনিবার দুপুরে পৌর এলাকার ঝাউদিয়া গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে মিনু (৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের ঝাউদিয়া গ্রামের রাস্তার পাশে শিশু মিনু খেলা করছিলো। এসময় দ্রুত গতিতে আসা একটি যাত্রীবাহী থ্রি-হুইলার (মাহেন্দ্র) গাড়ী তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

শৈলকুপা থানায় ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক ঘটনায় দুইজন নিহতদের বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ঘাতক মাহেন্দ্র গাড়ীটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।