৬.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প চিলিতে

আন্তর্জাতিক ডেস্কঃ  চিলির পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছয় দশমিক নয়। সোমবার রাতের এ ঘটনায় বড় ধরণের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

রয়টার্স এ খবর জানিয়েছে।

ভূমিকম্পের কেন্দ্র স্যান্টিয়াগো থেকে ৮৫ মাইল ও উপকূলীয় শহর ভালপারাইসো থেকে ২২ মাইল দূরে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে ভূমিকম্পের মাত্রা দুইবার পরীক্ষা করে ছয় দশমিক নয় বলে জানিয়েছে। তারা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছিল।

প্রথম ভূমিকম্প অনুভূত হয় ভালপারাইসো শহরে।

এ নিয়ে গত কয়েক দিনে বিপুল মাত্রায় আটটি ভূ-কম্পন অনুভূত হয়েছে এই অঞ্চলে।

ইতিমধ্যে এলাকা খালি করার নির্দেশ দিয়েছে চিলির প্রশাসন। প্রথমে কর্মকর্তারা সুনামি সতর্কতা জারি করেছিল। পরে চিলির নৌ-সেনা ও প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের আশ্বাসে খারিজ করে নেয়া হয় সেই নির্দেশিকা।

শহরে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিপর্যস্ত হয়েছে মোবাইল পরিষেবা।