ভূমধ্যসাগরে নৌকাডুবি, ২ শতাধিক শরণার্থীর মৃত্যুর শংকা

লিবীয় উপকূলে নৌকা ডুবে দুই শতাধিক শরণার্থীর মৃত্যুর আশংকা করছে স্পেনের একটি ত্রাণসংস্থা। খবর বিবিসির।

প্রএকটিভা ওপেন আর্মস নামের সংস্থাটি জানিয়েছে, শতাধিক শরণার্থীবাহী দুটি নৌকা যেখানে ডুবেছে, তারা সেখান থেকে ভাসমান অবস্থায় পাঁচটি মরদেহ উদ্ধার করেছে।

লরা ল্যানুজা নামে এক উদ্ধারকর্মী জানান, উদ্ধার লাশগুলোর বয়স খুবই কম। তার আশংকা, যেভাবে গাদাগাদি করে মানব পাচারকারীরা শরণার্থীদের নৌকায় তোলেন, তাতে নিহতের সংখ্যা ২৪০ জন হতে পারে।

উদ্ধার কাজে সহায়তাকারী ইতালীয় কোস্টগার্ডের এক মুখপাত্র পাঁচটি লাশ উদ্ধারের কথা জানিয়েছেন। ডুবে যাওয়া নৌকাটির আর কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

আন্তর্জাতিক শরণার্থী সংস্থা ( আইওএম) জানায়, চলতি বছর এ পর্যন্ত ২০ হাজার শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছে। এ সময় ডুবে মারা গেছে সাড়ে পাঁচ শতাধিক শরণার্থী।