ব্রাজিল প্রবাসীদের সুনাম-দুর্নাম এবং অর্জন-বিসর্জন

সাও পাওলো থেকে মীর আহমেদ মীরুঃ  বাংলাদেশের আত্নসামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে যে বিষয়গুলি তাঁর প্রথমেই আসে প্রবাসীদের নাম। বাংলাদেশের রাজস্ব আয়ের সব থেকে বড় অংশ বহন করে দেশের বাইরে বসবাসরত প্রবাসীরা।

প্রবাসীদের বিস্তৃতি শুধুমাত্র বাংলাদেশের বাইরে এশিয়াকেন্দ্রিক নয়, ইউরোপ আমেরিকা এবং বিশ্বের সকল দেশের তাদের সমান তালে বিচরন রয়েছে।

ব্রাজিল প্রবাসীদের সুনাম-দুর্নাম এবং অর্জন-বিসর্জন
    ব্রাজিল সাও পাওলোয় সাইফুল্লাহ আল মামুনের বিডি ট্যুরস।

তবে দেশের বাইরে যেমন প্রবাসীরা সম্মানের সাথে শ্রম দিয়ে অর্থ উপার্জন করে দেশের রেমিটেন্স বৃদ্ধির সাথে সুনাম অর্জন করছে, তেমনি কিছু অসৎ উপায় অবলম্বন করার কারণে নিজের দুর্নাম বয়ে এনে করে দেশের মর্যাদা নষ্ট করছে। যার ফলে নষ্ট হচ্ছে নিজ ও দেশের ভাবমূর্তী।

ব্রাজিল প্রবাসীদের সুনাম-দুর্নাম এবং অর্জন-বিসর্জন
ব্রাজিল সাও পাওলোয় কুমিল্লার মোহাম্মদ হারুনের একটি সুপার শপ।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল একটি মধ্যম আয়ের দেশ এবং বহু বাঙালীরা অবস্থান করছে নিজ আত্নসামাজিক উন্নয়নের জন্য। কেউ ব্যবসা-বাণিজ্যে করছে আবার কেউবা করছে চাকুরী। বাংলাদেশে গার্মেন্টস শিল্প সারা বিশ্বের অন্যতম রপ্তানীযোগ্য শিল্প হওয়ায় এই গুরুত্ব ব্রাজিলে প্রচুর, তাই এই কাজের সাথে অনেকের সম্পৃক্ততা রয়েছে। ক্ষুদ্র মিনি গার্মেন্টস প্রতিষ্ঠা করে হয়েছেন অনেকে স্বাবলম্বী। আবার কারো রয়েছে ছোট খাটো দোকান, কারো আছে বড় সুপার শপ।

ব্রাজিল প্রবাসীদের সুনাম-দুর্নাম এবং অর্জন-বিসর্জন
 বিডি জিন্সের প্রতিষ্ঠাতা ব্যবসায়ী আহসান উল্লাহ।

তবে অনেকেই এই কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে সহজ ও অসৎ উপায় অবমলম্বন করে এবং অনৈতিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে।

এমনকি নিজ দেশীয় ভাইদের সাথে মিথ্যা,চুরি, ধোঁকাবাজি এবং নানাভাবে হয়রানি করে  যার ফলে তাঁর নিজের দুর্ণামের সাথে দেশের বদনাম রটানো হচ্ছে যা প্রকৃতপক্ষে অনুচিত।

ব্রাজিল প্রবাসীদের সুনাম-দুর্নাম এবং অর্জন-বিসর্জন
হোটেল তাজমহল’ নামে একটি রেস্তোরাঁর মালিক ফেনীর সাইফুল ইসলাম

ব্রাজিলে প্রবাসীদের মুখে একটাই অভিযোগ-“নিজ পরিবার ছেড়ে একটু ভালো থাকা এবং ভালো কিছু করার উদ্দেশ্যে ব্রাজিলে পাড়ি জমিয়েছি। কঠোর পরিশ্রম করে উপার্জন করে দেশের রেমিটেন্স বৃদ্ধিতে ভূমিকা রাখছি, তবে কিছু বাঙালীদের অনৈতিক কর্মকান্ডের জন্য নিজেদের দুর্ভোগ পোহাতে হয়, দুর্নাম হয় দেশের। তাদের উপযুক শাস্তির দাবী জানাই

এছাড়া প্রবাসীদের সকলের একাত্নতায় ব্রাজিলে অধিকার প্রতিষ্ঠায় জাত-ধর্ম ভেদাভেদ ভুলে সকলের অবদান ছিল চোখে পড়ার মত।

ব্রাজিল প্রবাসীদের সুনাম-দুর্নাম এবং অর্জন-বিসর্জনব্রাজিল বাংলাদেশী এম্বাসী থেকে বাঙালীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্ছিত হওয়ায় সকলেই একসাথে সে সমস্যা মোকাবেলা করে এমনকি কোন প্রবাসী ভাইয়ের মৃত্যুতে তাকে দেশে পাঠানো এবং সাহায্যে সহযোগীতায় প্রয়োজনীয় ব্যবস্থায় পাশে দাঁড়ায় সকলেই।

সবকিছু মিলিয়ে প্রবাসীরা সকল ক্ষেত্রে তাদের দেশের এবং মানুষের জনকল্যাণে অপরিসীম ভূমিকা রাখছে।

বিডিসংবাদ/এএইচএস