সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

সিলেট জেলা মাইক্রোবাস শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

শনিবার সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরু হয়েছে।  প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। তাই এ ব্যাপারে আগে থেকে প্রস্তুত না থাকার কারণে যাত্রী সাধারণ ভোগান্তিতে পড়েছেন।

শ্রমিকরা জানায়,শুক্রবার রাতে উপশহর এলাকায় মাদকসহ দুই শ্রমিককে ছাড়িয়ে আনত ডিবি অফিসে গেলে পুলিশ শ্রমিকদের মারধর করে। এ সময় শ্রমিকরা ডিবি অফিসে হামলা চালায়। এর এরপরই জেলা মাইক্রোবাস শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দেয়।

জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমদ ফলিক  বলেন, ‘শুক্রবার রাতে তিন শ্রমিককে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায়। আটকদের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় মাইক্রোবাস শ্রমিকরা। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করা হয়েছে।