করোনা সচেতনতায় ১০ হাজার মাস্ক বিতরণ ‘চ্যারিটি বাংলাদেশের’

বিডিসংবাদ প্রতিবেদকঃ

করোনা ভয়াবহতা ও বিস্তার নিয়ন্ত্রনে এবং জনসচেতনতায় বৃদ্ধির জন্য চ্যারিটি বাংলাদেশ নামক একটি সেচ্ছাসেবামূলক সংগঠনের ১০ হাজার মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল।

এই নিয়ে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সামনে একটি জনসচেতনতা ও মাস্ক বিতরণ কর্মসূচী আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন  সংগঠনটির আহবায়ক ড. মাহবুব মমতাজ, সদস্য সচিব ড. আবু তাহের, আহবায়ক কমিটির সদস্য ড. মতিউর রহমান, মোঃ হাফিজুর রহমান, ড. সহিদুল ইসলাম, তোসাদ্দুক হোসেন মান্না, ড. কামরুন নাহার, সাজেদুল ইসলাম, সুজন নাজির, মো. সোহেল, আশিক রাজু, হাসিনা মরিয়ম, খাদিজা ইসলাম, সাইমা সুলতানা স্নিগ্ধা, আল-আমিন, হিমেল এবং মেহজাবিন প্রমুখ।

‘চ্যারিটি বাংলাদেশ’ সংগঠনটি গত ২১ মে ২০২১’এ ১১ সদস্য বিশেষ কমিটি নিয়ে যাত্রা শুরু করে। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস নিয়ে চলছে এই সংগঠনটি।  এর মধ্যে সংগঠনটি ঈদের আগে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণের পরিকল্পনা রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস