ডিআইআইটি ‘আইটি ফেস্ট ২০১৮’র উদ্বোধন অনুষ্ঠিত

বিডিসংবাদ প্রতিবেদকঃ   অনুষ্ঠিত হল ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির প্রযুক্তি বিষয়ক উৎসব “আইটি ফেস্ট ২০১৮” এর উদ্বোধনী ও প্রথম পর্ব।

আজ ধানমন্ডির ৩২ কলাবাগান ডলফিন গলির  ডিআইআইটির  ক্যাম্পাসে সকাল ১১.৪০ মিনিটে  আইটি ফেস্ট উদ্বোধন করেন প্রধান অতিথি ড্যাফোডিল ফ্যামিলির কর্ণধার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব মো. সবুর খান।

উদ্বোধনীর পর উক্ত উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইটি সম্পর্কিত বিভিন্ন প্রকল্প, স্টল ও অ্যাপস ডেভেলপমেন্ট পরিদর্শন করেন। এগুলো হল- মজিলা, হেল্পিং বার্ডস অব ডিআইআইটি, ফ্রেমওয়ার্ক,ভার্চুয়াল হাট, কাজি ফ্যাশন,বুক ফাইন্ডার,ক্রাফটটুশ, রুবিকস কিউব, আইটি ভ্যালী, ডক্টর ফাইন্ডার, দ্য ফুডিস ইত্যাদি।

ডিআইআইটি 'আইটি ফেস্ট ২০১৮'র উদ্বোধন অনুষ্ঠিতএরপর ডিআইআইটির মিলনায়তনে ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে স্বাগত জানান ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির অধ্যক্ষ মোঃ সাখাওয়াত হোসেন এবং অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরবর্তীতে বিশেষ অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

চেয়ারম্যান সবুর খানের সভাপতিত্বে  আয়োজিত এই অনুষ্ঠানে তিনি  প্রধান অতিথির বিশেষ বক্তব্য উপস্থাপন করেন।

ডিআইআইটি 'আইটি ফেস্ট ২০১৮'র উদ্বোধন অনুষ্ঠিতচেয়ারম্যান মো. সবুর খান বলেন- ” তথ্য ও প্রযুক্তি খাতকে তরান্বিত করতে নতুন প্রজন্মের তরুণ-তরুণদের আরো এগিয়ে আসতে হবে, সকলের সুপরিকলপিত চিন্তা-চেতনা ও মেধাই পারে ভবিষ্যৎ ডিজিটাল সমাজ বিনির্মাণে অগ্রনী ভূমিকা পালন করতে।”

এ সময় আরো বক্তব্য রাখেন ডিআইআইটির অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব এইচআরডি তাপস চক্রবর্তী, ভিএমওয়্যার ইঙ্ক এর সিস্টেমস ইঞ্জিনিয়ার মো সাইফুর রহমান, বারাকুডা নেটওয়ার্ক বাংলাদেশের সেলস ইঞ্জিনিয়ার কে.এম.শরীফ উর রহমান। উপস্থিত অতিথিবৃন্দরা তাদের বিশেষ বিশেষ বক্তব্য রাখেন।

আজকের পর্বে শিক্ষার্থীরা প্রোগ্রামিং কন্টেস্ট,আইটি প্রকল্প প্রদর্শনী, অ্যাপস ডেভেলপমেন্ট প্রজেক্ট তুলে ধরে।

আগামীকাল দ্বিতীয় পর্বে থাকছে চেজ ইউর ড্রিম কন্টেস্ট, রুবিকস কিউব  কন্টেস্ট, জব ইন্টারভিউ, প্রেজেন্টেশন কন্টেস্ট, বিজনেজ প্রোপোজাল কন্টেস্ট এবং সেমিনার

বিডিসংবাদ/সামি