মিথ্যা রায়ে খালেদাকে জেলে প্রেরণের প্রতিবাদে ব্রাজিলে অবস্থান কর্মসূচি পালিত

সাইফুল্লাহ আল মামুন, ব্রাজিল স্টাফ রিপোর্টারঃ   জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর পুলিশ খালেদা জিয়াকে ঘিরে রেখেছে এবং পরে নাজিমুদ্দিন রোডের ঐতিহাসিক পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখার ব্যবস্থা করে।

মিথ্যা রায়ে খালেদাকে জেলে প্রেরণের প্রতিবাদে ব্রাজিলে অবস্থান কর্মসূচি পালিতএকই মামলায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক রহমান এবং অপর দুই আসামি মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এই মিথ্যা মামলায় জেলে প্রেরনের প্রতিবাদে ব্রাজিল বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্রাজিল শাখায় ক্ষোভ ও প্রতিবাদে ফেটে পড়েছে নেতা কর্মীরা।  তারা ব্রাজিল প্রেস ক্লাবের ও কমিটিতে অবস্থান কর্মসূচির ডাক দেয়।

মিথ্যা রায়ে খালেদাকে জেলে প্রেরণের প্রতিবাদে ব্রাজিলে অবস্থান কর্মসূচি পালিতএতে ছিল কমিটির উপদেষ্টা ও সদস্যবৃন্দ হারুণ ভূঁইয়া স্বপন, মিজানুর রহমান, নাসির উদ্দিন(ডন), ফারদিন রনি।

এছাড়া আরো ছিলেন আব্দুল আলিম আহাদ,মুন্না, রুমি, সাদিক মামুন, , সিদ্দিক আহম্মেদ, জাহিদ, রাহুল,কামাল, মুস্তাক, জসিম উদ্দিন এবং নেতা ও সদস্যবৃন্দ।

রায় মিথ্যা প্রমাণিত ও জামিন না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে অভিমত ব্যক্ত করেন কমিটির সকলেই।