আল-আকসা প্রাঙ্গণে সহিংসতায় ফ্রান্সের গভীর উদ্বেগ

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আল আকসা প্রাঙ্গণে ইসরাইলের সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স। শুক্রবার রাজধানী প্যারিসে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সদর দফতরে ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রণালয়ের উপ-মুখপাত্র ফ্রাঁসোয়া ডেলমাস ওই উদ্বেগ জানান।

ডেলমাসকে প্রশ্ন করা হয়, সম্প্রতি আল-আকসা মসজিদে ইসরাইলি পুলিশ ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে সহিংসতা করেছে, সে সম্পর্কে আপনার মন্তব্য কী? তিনি বলেন, আমরা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছি।

তিনি আরো বলেন, ‘আমরা সবাইকে জেরুজালেমের পবিত্র স্থানগুলোর পবিত্রতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই।’

এ সময় তিনি সহিংসতা বাড়াতে পারে, এমন যেকোনো পদক্ষেপ থেকেও বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানান।

সূত্র : আনাদুলু এজেন্সি

বিডিসংবাদ/এএইচএস