আশ্রয়ণ প্রকল্পের জন্য ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩২ লাখ টাকা অনুদান

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে পরিচালিত সরকারের আশ্রয়ণ প্রকল্পের অধীনে গৃহহীনদের জন্য বাড়ি তৈরির জন্য সাড়ে ৩২ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএফএসএ)।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জেল হোসেন মিয়ার কাছে চেক হস্তান্তর করেন সংগঠনটির সভাপতি সাব্বির আহমেদ চৌধুরী।

এ সময় আশ্রয়ণ-২-এর প্রকল্প পরিচালক, বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

এর আগে ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন একই প্রকল্পের অধীনে ভূমিহীনদের জন্য ১০টি ঘর নির্মাণের জন্য তহবিল দান করেছিল।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস