ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু

?

বিডিসংবাদ অর্থ ও বানিজ্যে ডেস্কঃ  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে।

গত ২১ আগস্ট ২০১৭ ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ কায়সার আলী সোমবার দিনাজপুর সদরে ত্রাণ বিতরণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন। পরবর্তীতে দিনাজপুর সদর উপজেলার হঠাৎপাড়া, দপ্তরীপাড়া, বালুয়াডাঙ্গা, খালপাড়া, বিরল উপজেলার বাইশাপাড়া, ককইডাঙ্গা, কাঞ্চনঘাটসহ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল ও লবনসহ নিত্যপ্রয়োজনীয় ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এদিকে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সহিদুর রহমান রংপুর অঞ্চলের কুড়িগ্রাম, লালমনিরহাট, ভুরুঙ্গামারী, পীরগঞ্জ ও ঠাকুরগাঁও এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।

মোঃ কায়সার আলী বলেন, ইসলামী ব্যাংক সবসময় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করেছে। এরই অংশ হিসেবে এ বছর দেশের উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করবে।