টেকনাফে ৬৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: কক্সবাজার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে বাহারছড়া নয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬৫ কোটি টাকা।তবে এসময় কাউকে আটক করতে পারেনি।

মঙ্গলবার রাতে এ বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ডের টেকনাফ স্টেশান কমান্ডার লে. নুরুজ্জামান শেখ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে নৌপথে টেকনাফ সমুদ্র সৈকত দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশের খবর পেয়ে সাবরাং বাহারছড়ার নয়াপাড়া ঘাট নামক এলাকায় কোস্টগার্ড এলাকায় অভিযান চালনো হয়।

এসময় ইয়াবা পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাচারকারীরদের থামানোর জন্য কোস্টগার্ড সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরবর্তীতে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা চারটি বস্থা থেকে ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, ’এটি কোস্টগার্ড উদ্ধারকৃত ইয়াবার চালান আটকের মধ্যে সবচেয়ে বড় চালান। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬৫ কোটি টাকা। জব্দকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের জমা করা হয়েছে।