নরসিংদীতে সমাজসেবা অফিসা’র উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি

নরসিংদী প্রতিনিধিঃ  নরসিংদী জেলা সমাজসেবা অফিসের উদ্যোগে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা অফিসার আখলাকুর রহমান’র উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবীতে এক মানববন্ধন হয়েছে।

৫ জুন মঙ্গলবার  জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনশেষে জেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা কর্মচারিরা জেলা প্রশাসকের নিকট এক স্মারকলিপি প্রধান করে।

গত ৩ জুন বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সমাজসেবা অফিসার একই উপজেলার বড়হারজী গ্রামের হাজী গুলশানআরা শিশু সদনের ভূয়া বিলে স্বাক্ষর করতে অস্বীকার করায় তার নিজ অফিস কক্ষে শিশু সদনের  সভাপতি আবদুল গফফার ও এতিমখানার শিক্ষক মোস্তফা মাহামুদ এর নেতৃত্বে একদল সন্ত্রাসী লোহাড় হাতুড়ি ও ধারালো ছুরি দিয়ে সমাজসেবা অফিসার মোঃ আখলাকুর রহমানের উপর হামলা চালায়। এতে সমাজসেবা কর্মকতা মোঃ আখলাকুর রহমান মারাত্বকভাবে রক্তাক্ত জখম হয়।

গুরুতর সমাজসেবা অফিসার বর্তমানে মাথায় জখমাবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এই হামলার প্রতিবাদে, ঘটনার নিন্দাসহ সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নরসিংদী সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচী পালন করে।

স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম, শহর সমাজসেবা অফিসের কর্মকর্তা আশরাফুল আলম খান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, সদর হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নান সহ নরসিংদী জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।