নিউ ইয়র্ক সিটিতে রাস্তার নাম “লিটল বাংলাদেশ”

মঈন উদ্দীন মিয়া, নিউ ইয়র্ক প্রতিনিধি

নিউ ইয়র্কে বর্তমানে প্রায় দুই লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন।

এদিকে নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডের আরেকটি রাস্তার নাম রাখা হয়েছে ‘লিটল বাংলাদেশ’।

এর আগে গত ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় এবং এ বছর জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ের একটি অংশের নামকরণ করা হয়েছিল ‘লিটল বাংলাদেশ’।

নিউ ইয়র্ক সিটিতে রাস্তার নাম "লিটল বাংলাদেশ"
শাহানা হানিফ

জ্যামাইকার এই এলাকাটি বাংলাদেশী ভাষায় কথা বলে একটি বিশাল জনগোষ্ঠীর বাসস্থান। ব্রুকলিন কাউন্সিলওম্যান শাহানা হানিফ রবিবার চার্চ-ম্যাকডোনাল্ড মোড়ে এই রাস্তার নতুন এই নাম ফলক উন্মোচন করেন।

ফলকটিতে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রুকলিনের বাসিন্দা এবং সামাজিক ন্যায়বিচারের অ্যাডভোকেট শাহানা হানিফকে সম্মান জানানো হয়েছে।

শাহানা হানিফ বলেন, “বর্তমানে এই শহরে দুই হাজারের বেশি বাংলাদেশি বসবাস করছেন। ছোট বাংলাদেশে বসবাসকারী মানুষের জন্য শিক্ষা, ন্যায্য মজুরি এবং বাসস্থানের আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করার জন্য নামকরণ একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। আমাদের সংগ্রাম এবং সাফল্যের নামকরণ করে, আমরা সংহতি গড়ে তুলতে পারি এবং আমাদের বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য একসাথে কাজ করতে পারি”