বাংলাদেশ-ওমান তৃতীয় ফরেন অফিস কনসালটেশন আজ

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ ও ওমানের মধ্যে তৃতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) মাস্কাটে আজ রোববার (২৮ মে) অনুষ্ঠিত হবে। দু’দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন শনিবার সন্ধ্যায় ওমানের সাথে এফওসি অনুষ্ঠিত করতে মাস্কাটে পৌঁছেছেন, একটি ভ্রাতৃপ্রতিম দেশ যেখানে সাত লাখেরও বেশি বাংলাদেশী বসবাস করে এবং বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসারে, ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি শেখ খলিফা বিন আলী বিন এসা আল হার্থি এবং চিফ অব প্রটোকল তাকে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান।

তারা নিজ নিজ দেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিউইয়র্কে একসাথে দায়িত্ব পালন করেন।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস