রাহুল গান্ধীর গাড়িবহরে হামলা

বন্যাকবলিত গুজরাটের বনসকণ্ঠ পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী।

শুক্রবার তার গাড়িবহর লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়ে হামলাকারীরা। এই ঘটনায় রাহুলের কিছু না হলেও আহত হয়েছেন তার দেহরক্ষী। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। খবর  আনন্দবাজার পত্রিকার।

কংগ্রেস নেতা অভিষেক মনু সাঙভি জানান, গাড়ির সামনের আসনে বসে ছিলেন রাহুল। তাকে প্রথমে কালো পতাকা দেখানো হয়। এরপরই তার ওপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি জানান, ওই হামলায় রাহুলের গাড়ির কাচ সম্পূর্ণ ভেঙে গেছে।

এই কংগ্রেস নেতা রাহুলের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এটা মারাত্মক হামলা। তারা ভেবেছে এভাবে হিংসার সৃষ্টি করে বিরোধীদের মুখ বন্ধ করবে?’

দলের নাম উল্লেখ না করে বিজেপির উদ্দেশে এসব কথা বেলন।

তবে এ হামলার কথা সম্পূর্ণ অস্বীকার করে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় বলেন, ‘জানি না আদৌ হামলা হয়েছে কিনা।’

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, এই হামলার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গুজরাটের বন্যাকবলিত এলাকাগুলোর মধ্যে একটি হল বনসকণ্ঠ। যা কংগ্রেসের দখলে। কিন্তু বন্যার পর কোনও কংগ্রেস নেতা সেখানে দুর্গতদের দেখতে আসেননি বলে অভিযোগ স্থানীয়দের।