শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের ঢল

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সকাল থেকে ৫ শতাধিক যানবাহন পারাপার হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে।

বিআইডব্লিউটিসি এর শিমুলিয়া ঘাট সহকারি মহাব্যবস্থাপক শাহ নেওয়াজ জানান,ঈদকে সামনে রেখে সকাল থেকেই ঘরমুখো মানূষের চাপ বেড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ফেরি ঘাট এলাকায় ২ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। যাত্রীবহনকারী যানবাহন অগ্রাধিকার দিয়ে আগে পারাপার করতে দেওয়া হচ্ছে। ভোর সকাল থেকে ফেরিঘাট এলাকায় চাপ থাকলেও এখন নেই, তবে লঞ্চ ও সিবোর্ট ঘাট এলাকায় যাত্রীদের চাপ অনেক বেশি।

কাওড়াকান্দিগামী যাত্রী সগীর হোসেন জানান, সকাল ৯টা থেকে ঘাটে অবস্থান করছি। সিবোর্ট ও লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার করছে। ফেরিগুলো লোড হতে দীর্ঘ সময় লাগায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।