জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ গ্রেফতার ৩

দুর্নীতির মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এইচ এম তাওহিদ জামানসহ তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্য দু’জন হলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য যুগান্তরকে বলেন, ‘মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।’

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গণনিয়োগপত্র, অবৈধভাবে কর্মকর্তা-কর্মচারী সিলেকশন গ্রেড প্রদানের মাধ্যমের গ্রেফতারকৃতরা এক কোটি চার লাখ টাকা রাষ্ট্রীয় ক্ষতি ও আত্মসাৎ করেন।

পরে এসব অভিযোগ এনে ২০১২ সালে এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করেন। সম্প্রতি আদালত এ মামলা অধিকতর তদন্তের নির্দেশ দেন।

এরই অংশ হিসেবে ভোরে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।