তামিম ইকবালকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের ছেলে ক্রিকেটার তামিম ইকবাল খানকে আসন্ন টি-২০ বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ায় মানববন্ধন করেছে তামিম ভক্তরা। মানববন্ধনে ক্র্রিকেট প্রেমী বিভিন্ন শ্রেণীপেশার তামিমভক্ত উপস্থিত ছিলেন। ১৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে নগরীর কাজীর দেউড়ির আউটার স্টেডিয়ামে ক্রিকেট প্রেমী চট্টগ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। কিন্তু এ স্কোয়াডে এক অজানা কারণে চট্টগ্রামের বাসিন্দা ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে রাখা হয় নি। তামিম ইকবালের মত একজন ক্রিকেটারকে বিশ্বকাপ স্কোয়াডের বাইরে রাখায় আমরা চট্টগ্রামের ক্রিকেট প্রেমীরা খুবই হতাশ। আসন্ন টি-২০ বিশ্বকাপ স্কোয়াড বোর্ড যেন তামিম ইকবালের সাথে সমঝোতা করে তাকে দ্রুত স্কোয়াডে রাখে তার আহ্বান জানান মানববন্ধনের বক্তারা।