বীমা সুবিধার আওতায় আনতে ড্যাফোডিল টেকনিক্যাল ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে চুক্তি

বীমা সুবিধার আওতায় আনতে ড্যাফোডিল ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে চুক্তি

বিডিসিংবাদ ডেস্কঃ

ড্যাফোডিল টেকনিক্যাল ইন্সটিটিউটের সকল শিক্ষার্থীদের নিরাপদ ও ঝুঁকিমুক্ত উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিাভাবকদের জন্য গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স এর আওতায় স্বাভাবিক এবং দূর্ঘটনাজনিত স্থায়ী অক্ষমতার বীমাসুবিধা প্রাপ্তির একটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ড্যাফোডিল টেকনিক্যাল ইন্সটিটিউট এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা চুক্তি আজ ১৪ জুন তারিখে ড্যাফোডিল গ্রুপের কর্পোরেট অফিসে স্বাক্ষরিত হয়।

প্রগতি লাইফ ইন্সুরেন্স এর পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম ভূঁইয়া ও ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট এর পক্ষে নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ রথীন্দ্রনাথ দাস স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।


এ চুক্তির ফলে ড্যাফোডিল টেকনিক্যাল ইন্সটিটিউটের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর গ্রুপ বীমার আওতায় আনা হবে এবং এর ফলে অভিভাবকের অকাল মূত্যু বা দূর্ঘটনার কারণে শিক্ষার্থীদের শিক্ষা জীবন বিঘিœত হবে না পাশপাশি শিক্ষার্থীদের অকাল মূত্যুতে অভিভাবক গন একালীন অনুদান পাবেন।
ক্যাপশনঃ ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট এর পক্ষে নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ রথীন্দ্রনাথ দাস এবং প্রগাত লাইফ ইন্স্যুরেন্স উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম ভূঁইয়া পরস্পরের সাথে চুক্তি বিনিময় করছেন।

এসময় ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস