ড্যাফোডিলে বর্ণাঢ্যভাবে আয়োজিত হল ৩দিন ব্যাপি ডিআইআইটি ‘ক্যাম্প ফর লাইফ’

শিক্ষা ডেস্কঃ

ড্যাফোডিল ফ্যামিলি-এর অঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্সটিটিউট অফ আইটি’র ১ম ‘দীক্ষা ক্যাম্প ও তাঁবুবাস’ বা ‘ক্যাম্প ফর লাইফ’ অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ মার্চ বর্ণাঢ্য মহাতাঁবু জলসার মধ্য দিয়ে ডাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া স্থায়ী ক্যাম্পাসে ডিআইআইটির ৩ দিনের (৬-৮ মার্চ ) এই প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প শেষ হয়।

এর আগে গত ৬ তারিখ ক্যাম্পের প্রথম দিন ডিআইআইটি’র অধ্যক্ষ মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর ড. এস.এম মাহবুবুল হক মজুমদার উপস্থিতিতে ‘ক্যাম্প ফর লাইফ’র উদ্বোধন করা হয়।

ড্যাফোডিলে বর্ণাঢ্যভাবে আয়োজিত হল ৩দিন ব্যাপি ডিআইআইটি 'ক্যাম্প ফর লাইফ'

এ সময় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ডিআইআইটি এবং ডিন উপদেষ্টা প্রফেসর ড. মোস্তফা কামাল, ড্যাফোডিল ফ্যামিলির প্রধান অপারেটিং কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন

উদ্বোধনী প্রধান অতিথির বক্তব্যে ড. এস.এম মাহবুবুল হক মজুমদার বলেন ‘ প্রশিক্ষণ ও দীক্ষা প্রদান অনুষ্ঠান ছাত্র- ছাত্রীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ন একটি অধ্যায় । এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মশুদ্ধির মাধ্যমে পরিশীলিত হয়ে মনে প্রানে আন্দোলনে উজ্জীবিত হতে সহায়তা করে। তিনি সকলকে এই আদর্শে অনুপ্রানিত হয়ে উন্নত চরিত্র গঠনের মাধ্যমে সবার বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

তিনদিন ব্যাপি অনুষ্ঠানমালার মধ্যে ছিল প্রশিক্ষণ, দীক্ষা, প্রাথমিক প্রতিবিধান, সামাজিক সচেতনতা, খেলাধূলা ও উন্নয়ন কর্মকান্ডসহ মহা তাঁবু জলসা ।

ড্যাফোডিলে বর্ণাঢ্যভাবে আয়োজিত হল ৩দিন ব্যাপি ডিআইআইটি 'ক্যাম্প ফর লাইফ'

ক্যাম্পের ২য় দিন ছিল ডিআইআইটিতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিলের চেয়ারম্যান ড. মোহাম্মদ সবুর খান। তিনি ঐ সময় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন এবং ক্যাম্প পরিদর্শন করেন । এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ড্যাফোডিলে বর্ণাঢ্যভাবে আয়োজিত হল ৩দিন ব্যাপি ডিআইআইটি 'ক্যাম্প ফর লাইফ'

প্রতিযোগিতায় কয়েকটি ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়, এগুলো হল ইনডোর গেমসঃ ক্যারাম, দাবা, কুইজ কন্টেস্ট, বিতর্ক। এছাড়া চিত্র প্রদর্শনী, পিঠা প্রতিযোগিতা, প্রোগ্রামিং কন্টেস্ট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উত্তীর্ণরা, উপস্থিতি এবং স্টুডেন্ট অব দি ইয়ার।

ড. সবুর খান ডিআইআইটির এই উদ্যেগকে স্বাগত জানিয়ে বলেন’ ড্যাফোডিল ফ্যামিলির সূচনালগ্ন থেকে প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পদার্পন শুরু করে ‘ডিআইআইটি’। এই প্রতিষ্ঠানের এমন একটি উদ্যেগেকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই, এই কর্মকান্ডের সম্পৃক্ত আয়োজকদের ভূয়সী প্রশংসা করি এবং আগামীতে এর ধারা অব্যাহত রাখার জন্য ডিআইআইটিকে আহ্ববান করছি।

তিনি আরো বলেন, ডিআইআইটি এই প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প আয়োজন করে এক অনন্য উদাহরন সৃষ্টি করেছে যা বাংলাদেশের অন্যান্য জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অনুকরনীয় হবে।

ড্যাফোডিলে বর্ণাঢ্যভাবে আয়োজিত হল ৩দিন ব্যাপি ডিআইআইটি 'ক্যাম্প ফর লাইফ'

এবারের ক্যাম্পে খেলাধুলা ও বিভিন্ন ট্রেনিং সেক্টরের নানা ক্যাটাগরীতে ট্রেনারসহ ডিআইআইটির সকল ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে।

ড্যাফোডিলে বর্ণাঢ্যভাবে আয়োজিত হল ৩দিন ব্যাপি ডিআইআইটি 'ক্যাম্প ফর লাইফ'

ক্যাম্পের ৩ দিনই ছিল ডিআইআইটির ‘কালচারাল ক্লাব অফ ডিআইআইটি’র আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেষ বা সমাপনী দিন ড্যাফোডিলের এই শিক্ষা প্রতিষ্ঠানটির দায়িত্বরত শিক্ষক ও কর্মরত অফিসারদের কিছু মুল্যবান বক্তব্য এবং সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় তিন দিনের এই ক্যাম্পেইন।

বিডিসংবাদ/সামি