ফেনীতে বিনামূল্যে লিভার ও পরিপাক তন্ত্র চিকিৎসা সেবা

ফেনীতে সম্পূর্ণ বিনামূল্যে করুন ছানি অপারেশন

বিডিসংবাদ ডেস্কঃ

ফেনীতে ডা. এ বি এম হারুনের চিকিৎসাসেবা প্রতিষ্ঠান নূরুর নাহার মণি দাতব্য ও চক্ষু হাসপাতালে আগামী কিছুদিনের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে লিভার ও পরিপাকতন্ত্র চিকিৎসা সেবা দেওয়া হবে ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক সেলিমুর রহমান (লিভার ও পরিপাকতন্ত্র তন্ত্র বিশেষজ্ঞ) এর তত্ত্বাবধানে এই সেবা প্রদান করবেন।

রােগীদের আগামী ১০ জুন ২০২২, শুক্রবার থেকে তাদের নাম ও ফোন নাম্বার সহ নিম্ন লিখিত ব্যক্তির সাথে যােগাযােগ করার জন্য অনুরােধ করা হচ্ছে এবং পরবর্তীতে প্রত্যেক রোগীদের সাক্ষাতের সময় এবং তারিখ দুই দিন আগে জানিয়ে দেওয়া হবে।

বিঃদ্রঃ রোগীর পুরোনো প্রেসক্রিপশন বা চিকিৎসা ব্যবস্থাপত্র থাকলে সেটি নিয়ে আসবেন।

যোগাযোগঃ
তোহিদুল ইসলামঃ 01860-870686
মিসেস মিসঃ 0182-4474546
এবিএম ইমরানঃ 01841453575

রোগী দেখার স্থানঃ
নূরুর নাহার মণি দাতব্য ও চক্ষু হাসপাতাল
ফাজিলপুর-ফেনী,
জানবক্স ভূইয়া বাড়ির সামনে